নির্বাচন নিয়ে বিএনপি ফাঁকা আওয়াজ করছে : মায়া

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৯ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

দুর্য়োগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম) বলেছেন, দেশে পৌর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এ নির্বাচন নিয়ে বিএনপি ফাঁকা আওয়াজ করছে। পৌর নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্র করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে ।

রোববার দুপুরে চাঁদপুর শহরের নিশি কোয়াটার এলাকায় চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৌর নির্বাচনে জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে। নির্বাচনকে ইস্যু করে বিএনপির আন্দোলন করার কোনো ক্ষমতা নেই। বিএনপি এখন মাজা ভাঙা দল। এ দল শুধু নাশকতা আর সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। জনগণ এদের কথা এখন বিশ্বাস করে না।

Maya-Picture
তিনি আরও বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস তথা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের লড়াই করে যেতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কষ্টের কথা বুঝে সব দায়িত্ব নিয়েছেন।  

চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুর সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি এমপি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ।

পরে মন্ত্রী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। উল্লে­খ্য, ৫তলা বিশিষ্ট চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এখন তিনতলা নির্মিত হবে। গণপূর্ত বিভাগের পরিচালনায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এ কাজ বাস্তবায়ন করবে। এ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬০ লাখ টাকা।

ইকরাম চৌধুরী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।