পরমাণুবাহী ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
পরামাণু ও টর্পেডো বহনে সক্ষম মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র হাতফ-৪ (শাহীন ১-এ) এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার নয়শ’ কিলোমিটার পর্যন্ত পরমাণু ও টর্পেডো বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে।
শাহীন ১-এ ক্ষেপণাস্ত্র শাহীন-১ এর উন্নত সংস্করণ। এর আগে ১৩ নভেম্বর পাকিস্তান মধ্যমমাত্রার ক্ষেপণাস্ত্র শাহিন-২ (হাতফ-৬) এর সফল পরীক্ষা চালায়।
ভারত পরমাণুবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার পরই পাকিস্তান এ খবর জানাল। ভারতের পরমাণুবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র সাতশ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। সূত্র : ডন