ইয়েমেনে সংঘর্ষে নিহত ৭৫


প্রকাশিত: ০৫:১৪ এএম, ২০ ডিসেম্বর ২০১৫

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত হয়েছেন। সেনাবাহিনী বলছে, নিহতদের মধ্যে অন্তত ২৮ জন সেনাসদস্য রয়েছে। খবর আলজাজিরার।

সৌদি সীমান্তের কাছাকাছি এলাকায় গত দুই দিন আগে সরকারি বাহিনীর দখলে নেয়া হারাদ শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৫০ হুথি বিদ্রোহী ও ৪০ সেনাসদস্য আহত হয়েছে।

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে শান্তি ফিরিয়ে আনার জন্য মঙ্গলবারে সুইজারল্যান্ড শান্তি আলোচনা শুরু হয়েছে। জাতিসংঘের সমর্থনে ইয়েমেনে সপ্তাহ খানেকের জন্য যে যুদ্ধবিরতি চলছে তার মধ্যেই নতুন করে আবারো এই সংঘর্ষের ঘটনা ঘটলো।

ইয়েমেন থেকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস বলছেন, সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিন হয়ে উঠছে। ইয়েমেনের সেনাবাহিনী ও মিত্ররা দেশটির উত্তরাঞ্চলের জাওয়াফ প্রদেশের নিয়ন্ত্রণ নিয়েছে। গত ২৪ ঘণ্টা আগে এ শহরের দখল বিদ্রোহীদের হাতে ছিল।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।