চীনে কারখানায় আগুন, নিহত ১৮


প্রকাশিত: ০৬:১৭ এএম, ১৭ নভেম্বর ২০১৪

চীনের পূর্বাঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় আগুন লেগে ১৮ জন নিহত হয়েছেন। শানডং প্রদেশের শোওগুয়াং জেলায় লংজিয়াং ফুড ফ্যাক্টরিতে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ১৩ জন আহতও হয়েছেন।

দুইঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কারাখানার ব্যবস্থাপককে স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে। আগুন লাগার কারণ সম্পর্কে বর্তমানে তদন্ত চলছে।

চীনে কারখানাগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চলতি বছরের জানুয়ারিতে দেশটির ঝেজিয়াং প্রদেশে একটি জুতার কারাখানায় আগুন লেগে কমপক্ষে ১৬ জন নিহত হন।

গত বছর জিলিন প্রদেশে একটি মুরগীর মাংস প্রক্রিয়াকরণ খামারে আগুন লেগে ১২১ জন নিহত হন। ২০০০ সালের পর এটাই দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্র : বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।