প্রাথমিকের প্রধান শিক্ষকদের গেজেটেড মর্যাদা দাবি


প্রকাশিত: ০১:১৬ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও গেজেটেড মর্যাদা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে, নতুন পে-স্কেল অনুযায়ি বেতন উত্তোলনের সমস্যা সমাধানে দাবি জানিয়েছে সংগঠনটি। তাছাড়া অবিলম্বে এসব দাবি না মনলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, নতুন জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত হয়ে এর পরিবর্তে ১০ বছর ও ১৬ বছরে গ্রেড পরির্বতনের বিধান চালু হওয়ায় প্রধান শিক্ষকরা চরম বেতন বৈষম্যের শিকার হয়েছেন। সদ্য বিলুপ্ত দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা অনুযায়ী প্রধান শিক্ষকদের দশম গ্রেড না দেয়ায়, অন্যদিকে ঘোষিত জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বিলুপ্ত হওয়ায় চাকরির চার বছর, আট বছর ও ১২ বছর পূর্তিতে সপ্তম গ্রেডে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে গেছে।

প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও গেজেটেড মর্যাদা দেয়াসহ বেতন নির্ধারণের জটিলতা অবিলম্বে নিরসন করা না হলে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি আবারও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ হয়েছে ১৫ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর থেকে অনলাইনে বেতন নির্ধারণ বা ফিক্সেশন শুরু হলেও নতুন জাতীয় বেতন স্কেলে বেতন নির্ধারণ করে বেতন তুলতে পারছেন না  প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫০ হাজার প্রধান শিক্ষক। ৮ম জাতীয় বেতন স্কেল অনুযায়ী অনলাইনে ৩০ জুন, ২০১৫ তারিখে বেতন আহরণের হালনাগাদ তথ্য দিতে না পারায় এই সমস্যা তৈরি হয়েছে। কারণ বিভিন্ন জটিলতায় এখন পর্যন্ত আগের উন্নীত দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় ও স্কেলে বেতন পাননি প্রধান শিক্ষকরা।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, ২০১৪ সালের ৯ মার্চ প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দেয়া হয়। কিন্তু গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা প্রদানের প্রজ্ঞাপনে ভুলে ‘গেজেটেড’ শব্দটি বাদ পড়ে যায় এবং অন্য দিকে নিম্ন বেতন গ্রেড দেয়া হয়। প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় অনেক প্রধান শিক্ষক ২০১৪ সালের ৯ মার্চ হতে প্রাপ্য টাইমস্কেলও পাননি।

এনএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।