মন্দার কবলে জাপানের অর্থনীতি
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অপ্রত্যাশিতভাবে ফের সংকোচনের মুখে পড়েছে জাপানের অর্থনীতি। ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে দেখা দিয়েছে মন্দা।
জুলাই থেকে সেপ্টম্বর মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ দশমিক ৬ শতাংশ কমে গেছে। যদিও ওই সময়ে জিডিপি ২ দশমিক ১ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছিল।
এ নিয়ে বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭ দশমিক ৩ শতাংশ সংকোচনের মুখে পড়েছে দেশটির অর্থনীতি। দেশটিতে ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পর এবারই সবচেয়ে বেশি মন্দা দেখা দিয়েছে।
এদিকে, দুর্বল অর্থনীতির কারণে জাপান সরকারের বিক্রয় কর বাড়ানোর সিদ্ধান্ত আরও বিলম্বিত হতে পারে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। সূত্র : বিবিসি