গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ১৭২


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ১৪ জুলাই ২০১৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো বর্বর হামলা অব্যাহত রয়েছে। সোমবার সপ্তম দিনের মতো হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭২ জন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। যার মধ্যে অধিকাংশই নারী, শিশু ও বয়স্ক মানুষ রয়েছে। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছে প্রায় সহস্রাধিক।

সোমবার সকালে হামাসের সামরিক শাখার তিনটি প্রশিক্ষণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া চলছে স্থল হামলাও। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, ইসরাইলি হামলাকারী সেনারা গাজা এলাকা থেকে ফিলিস্তিনিদের চলে যেতে হুমকি দিচ্ছে। হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ গাজা ছেড়ে পালিয়েছে।

জাতিসংঘ বলছে, প্রায় চার হাজার শরনার্থী আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। অনেকে আবার আশ্রয়ের কোনো জায়গা না পেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।