কমেডিতে ভরপুর `নয় ছয়`


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

রাফায়েল আহসান পরিচালিত `নয় ছয়` ছবিটি শুক্রবার ঢাকার যমুনা ব্লকব্লাস্টার, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও শ্যামলী সিনে কমপ্লেক্সে মুক্তি পেয়েছে। ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।

নির্মাতা রাফায়েল আহসান বলেন, `নয় ছয়` ছবিটি ২০১১ সালে `৬৯ পাতলা খান লেন` নামে নির্মাণ কাজ শুরু করি। নির্মাণ শেষে পরের বছরই সেন্সরে জমা দিই। কিন্তু ছবির নাম ও কয়েকটি বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। ফলে মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তিতে ছবির নাম পাল্টে রাখা হয় `নয় ছয়`।

তিনি আরো বলেন, `আমাদের দেশে কমেডি ছবি তেমন নির্মাণ হয় না। কিন্তু `নয় ছয়` ছবিটি মূলত কমেডি ধাঁচের। দর্শক হলে গিয়ে ছবিটি দেখার পর মজা পাবেন বলে আমি আশাবাদী।`

ছবিতে ফেরদৌস এবং মৌটুসী বিশ্বাস ছাড়াও আরো অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, প্রাণ রায়, মিলু, উর্মি খান, মিল্কি, জাহাঙ্গীর প্রমুখ।
   
এ ছবির চিত্রগ্রহণ করেছেন মুম্বাইয়ের কার্তিক গণেশ ও সঙ্গীত পরিচালনা করেছেন পৃত্থীরাজ, পারভেজ সাজ্জাদ ও কাজী আনান এবং প্রযোজনা করেছে টিওটি ফিল্মস।

ছবিটির কাহিনি গড়ে উঠেছে এক কর্পোরেট ব্যক্তির জীবনের চাওয়া-পাওয়া, বৈষম্য, নিত্যদিনের সমস্যাগুলোকে উপজীব্য করে। তার জীবনের নানা পটপরিবর্তন ফুটিয়ে তোলা হয়েছে হাস্যরসাত্মক উপায়ে। একটি আইটেম নাম্বারসহ এতে রয়েছে মোট ছয়টি গান।

নির্মাতা সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহের পাশাপাশি `নয় ছয়` ছবিটি শিগগিরই বিকল্প ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় প্রদর্শনের ব্যবস্থা করা হবে।

এনই/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।