লক্ষ্মীপুরে বন্দুক ও গুলিসহ যুবক আটক
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে মামুনুর রশিদ (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি বন্দুক, একটি এলজি অস্ত্র, ছয় রাউন্ড গুলি ও ২০টি হাত বোমা উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখীল গ্রাম থেকে ওই অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক মামুনুর রশিদ একই গ্রামের নুরুজ্জামানের ছেলে। এ ঘটনায় শনিবার সকালে চন্দ্রগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া জাগো নিউজকে জানান, রতনেরখিল গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে মামুনুর রশিদকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ওইসব অস্ত্র উদ্ধার করা হয়। অপর ডাকাতরা পালিয়ে যান।
তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার সকালে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা করেন। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কাজল কায়েস/এমজেড/পিআর