যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে সরছে বাংলাদেশের নাম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

বাংলাদেশসহ আটটি দেশকে করোনাজনিত ভ্রমণ নিষেধাজ্ঞার লাল তালিকা থেকে বাদ দিচ্ছে যুক্তরাজ্য সরকার। ফলে বাংলাদেশিদের জন্য আবারও ইংল্যান্ডে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

ব্রিটিশ পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় নতুন এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি টুইটে বলেন, যুক্তরাজ্য ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশসহ মোট আটটি দেশকে কোভিডের উচ্চ ঝুঁকির ‘রেড লিস্ট’ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। বাকি সাতটি দেশ হলো- তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা, কেনিয়া এবং ওমান।

আগামী ২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের স্থানীয় সময় ভোর চারটা থেকে নতুন নিয়ম কার্যকর হবে বলেও তিনি টুইটে জানিয়েছেন।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।