তুরস্কে সামরিক অভিযানে ৫৪ কুর্দি নিহত


প্রকাশিত: ১২:৪০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

তুরস্কের দু’টি নগর কেন্দ্র থেকে কুর্দিস্তান ওয়ার্কারস পার্টি (পিকেকে) বিদ্রোহী নির্মূলে এক বড় ধরনের অভিযানে ৫৪ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শুক্রবার একথা জানায়।

রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাতোলিয়া জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিজর ও সিলোপি শহরে ‘৫৪ জন সন্ত্রাসীকে খতম করা হয়েছে।’
মঙ্গলবার শুরু হওয়া অভিযানের প্রথম দু’দিনে ২৫ জন নিহত হয়। বৃহস্পতিবার এ সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে।

কুর্দি প্রধান সিরনাক প্রদেশের সিজর ও সিলোপিতে এ অভিযান উপলক্ষে প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে।
সেনাবাহিনী শহর দু’টিতে ঢালাও কারফিউ জারি করেছে।

কুর্দি যোদ্ধাদের নির্মূলে এই অভিযানের প্রয়োজনীয়তা রয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে কুর্দি অধিকারকর্মীরা অভিযোগ করেছেন, সেনাবাহিনী দায়মুক্তি নিয়ে কাজ করেছে এবং শহর দু’টির বিশাল অংশ ধ্বংসস্তুপে পরিণত করেছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।