দিল্লির চলন্ত গাড়িতে গণধর্ষণ : ছাড়া পাচ্ছে ধর্ষক


প্রকাশিত: ১২:২৪ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলন্ত গাড়িতে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও পরে হত্যা করার দায়ে দোষী সাব্যস্ত কিশোর নামে ওই ধর্ষক দিল্লির হাই কোর্টের অস্বীকৃতির ফলে ছাড়া পাচ্ছে। সাজাপ্রাপ্ত ওই অপরাধীর আগামী রোববার ছাড়া পাওয়ার কথা রয়েছে।

ধর্ষণের সময় ওই ধর্ষকের বয়স ছিলো ১৮ বছরের নিচে। ভারতীয় আইনে কিশোর অপরাধের সর্বোচ্চ সাজা হচ্ছে তিন বছরের জেল। আইন অনুসারে ওই অপরাধের জন্যে ইতোমধ্যে তার সাজা খাটা হয়ে গেছে। ২০১২ সালে ওই ছাত্রীকে গণধর্ষণের ঘটনা সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছিলো।

ওই ছাত্রীর পিতামাতা দু’জনেই তাকে মুক্তি না দেয়ার আবেদন জানিয়েছিলেন। তারপর ভারতে এ নিয়ে বিতর্ক শুরু হয়। ধর্ষিতার পিতামাতা ও রাজনীতিকদের অনেকেই তার এই সাজা বাড়ানোর দাবি জানান। তাদের কথা হচ্ছে, মুক্তি দেয়া হলে সে সমাজের জন্যে বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। কিন্তু শুক্রবার হাইকোর্ট বলছে, ইতোমধ্যেই সে তিন বছরের সাজা খেটে ফেলায় তাকে আর কিশোর সংশোধনাগারে রেখে দেয়া আইনগতভাবে সম্ভব নয়।

উল্লেখ্য, এই অপরাধের ঘটনায় দোষী সাব্যস্ত অপর তিনজনকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছে।

একে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।