কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে বন্য হাতির আক্রমণে সামাজিক বনায়নের পাহারাদার ছালেহ আহমদ (৬৫) নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে ইসলামাবাদ রাজঘাট বনবিটের অধীন হিমছড়ি ঢালার পূর্ব উত্তর সিলিভ্যার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছালেহ আহমদ ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ করাচি পাহাড় গ্রামের মৃত লোকমান হাকিমের ছেলে। নিহত বৃদ্ধ আট সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ ছালেহ আহমদ প্রতিদিনের ন্যায় হিমছড়ি ঢালার পূর্ব উত্তর সিলিভ্যার ঘোনা এলাকায় সামাজিক বনায়ন পাহারা দিতে যান। আচমকা বন্য হাতির পাল ওই এলাকায় এলে কাঠ সংগ্রহে থাকা কাঠুরিয়ারা পালিয়ে রক্ষা পেলেও বৃদ্ধ ছালেহ আহমদ হাতিরপালের আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। কাঠুরিয়াদের কাছ থেকে সংবাদ পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল হক সওদাগর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিট কর্মকর্তা আবু তাহের বিষয়টি নিশ্চত করে জানান, ঘটনাস্থলটি ফুলছড়ি রেঞ্জের অধীন রাজঘাট বিটের আওতাভুক্ত বন এলাকা।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস