তুলা আমদানিতে চীনকে টপকে শীর্ষে বাংলাদেশ


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৫

পণ্যের কাঁচামাল আমদানিতে শীর্ষস্থানে ওঠা চীনকে টপকে শীর্ষস্থান দখল করছে বাংলাদেশ। ব্লুমবার্গ বিজনেসের রিপোর্ট অনুসারে তুলা আমদানিতে চীনকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিচ্ছে বাংলাদেশ।
 
ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারের বরাতদিয়ে ব্লুমবার্গ বিজনেস জানায়, জুলাই মাসে শেষ হওয়া মৌসুমে বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশের অবস্থান হারাচ্ছে চীন। আর সেই স্থানটি দখল করে নিচ্ছে বাংলাদেশ।

বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুসারে, ১৯৯৫ থেকে ২০১২ সালে বিশ্ব বাজারে বাংলাদেশে তুলা আমদানি দিগুণ হয়েছে। এর মূল কারণ দেশের ‘রেডি গার্মেন্টস’ শিল্প। ২০০৯ সালে থেকে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ‘রেডি গার্মেন্টস’ পণ্য রফতানি করছে বাংলাদেশ। এই ক্ষেত্রে শীর্ষে রয়েছে চীন।

এদিকে গত ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশ মোট ৫ দশমিক ৭৫ মিলিয়ন ‘বেল’ তুলার আঁশ আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৫ ভাগ বেশি। অন্যদিকে ২০০৩ সালের পর এবারই চীন সর্ব নিম্ন পরিমাণের তুলা আমদানি করেছে যার পরিমাণ ৫ দশমিক ৫ মিলিয়ন বেল।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।