চট্টগ্রামে মসজিদে বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ১৮ ডিসেম্বর ২০১৫

চট্টগ্রামে নৌবাহিনীর দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার নামাজের পর বন্দর থানাধীন বিএনএস ঈসা খা ঘাটি ও নৌবাহিনীর হাসপাতাল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৬ জন মুসল্লিসহ অন্তত ১০ থেকে ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

আরো কয়েকটি অবিস্ফোরিত বোমা সেখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বলে জানা গেছে। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বোমা নিষ্ক্রিয়করণ টিম অবিস্ফোরিত বোমাগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

জানা যায়, নৌবাহিনীর ভেতর দুটি মসজিদ রয়েছে। একটি ঈসা খাঁ ঘাঁটির কাছে, আরেকটা হাসপাতালের কাছে। দুটো মসজিদের ভেতরেই বোমা বিস্ফোরণ ঘটেছে। বেশ কিছু বোমা বাইরে পাওয়া গেছে।

জীবন মুছা/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।