রাজধানীতে জেঁকে বসেছে শীত
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুক্রবার সকালে হালকা বৃষ্টি হয়েছে। আর এ বৃষ্টির পরপরই জেঁকে বসতে শুরু করে তীব্র শীত। এদিকে আবহাওয়া অধিদফতর বলছে, শীতের তীব্রতা আরো কয়েকদিন থাকবে এবং দিনের চেয়ে রাতে ঠান্ডা বেশি অনুভূত হবে।
এদিকে, তীব্র শীতের কারণে রাজধানীর ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শীত বস্ত্রের অভাবে চরম কষ্টে দিনযাপন করছেন তারা। প্রচণ্ড ঠাণ্ডায় কাজে যেতে পারছে না কৃষক ও দিনমজুররা। খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছেন ছেলে-বুড়ো সবাই।
আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে শীত অনুভূত হলেও তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। সেইসঙ্গে জানুয়ারির প্রথম সপ্তাহেই তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
এসকেডি/পিআর