বরিশালে নতুন দুই বিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫

বরিশালের নতুন দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল জিলা স্কুলে এ ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. গাজী সাইফুজ্জামান।

বিদ্যালয় দু্ইটিতে বৃহস্পতিবার ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য ফরম বিক্রি শুরু হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর বরিশালের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান জানান, প্রথম দিনেই প্রতিটি শ্রেণিতে গড়ে ৭০টি করে আবেদন ফরম বিক্রি হয়েছে। পাশাপাশি এটি বেশ সাড়া ফেলছে।

এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের বরিশালের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, বরিশাল জিলাস্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, নির্মিতব্য সরকারি বালক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাপিয়া জেসমিন এবং সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র পাল।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।