নিউমার্কেটে ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ : আহত ৫

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৬ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জন ঢাকা কলেজের ছাত্র।
 
এর আগে বৃহস্পতিবার বিকেলে নিউ মার্কেটের নূরজাহান মার্কেটের সামনে পরস্পরের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের উপরেও  ইট-পাটকেল ছুড়ে।
 
Newmarket

এই সংঘর্ষে আহতরা হচ্ছেন, রনি (২৪), নুরুল ইসলাম (৪৮), হামিদা আক্তার (৪০)। ঢাকা কলেজের দুই শিক্ষার্থী হচ্ছেন শান্ত (২১) ও ইমরান (২৪)। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
 
বিকেল থেকে শুরু হওয়া দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ থামে সন্ধ্যা সোয়া ৬ টায়।

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. জসীম উদ্দিন জাগো নিউজকে জানান, পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে। সড়কটিতে যানবাহন চলাচল করছে।
 
Newmarket

এদিকে এই সংঘর্ষের কারণে নীলক্ষেত থেকে সাইন্সল্যাব পর্যন্ত দু’ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার পর সাড়ে ৬ টার দিকে তা স্বাভাবিক হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সড়কে তীব্র যানজট রয়েছে বলে জানা গেছে।
 
এআর/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।