রামেক শিক্ষার্থী-এলাকাবাসীর সংঘর্ষে আহত ২


প্রকাশিত: ০১:১০ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৫

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছুঁড়া হয়। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বিলসিমলা বন্ধ গেইট এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, বন্ধ গেইট এলাকায় কনফেকশনারীর দোকানসহ কয়েকটি দোকানে রামেকের শিক্ষার্থীরা কেনাকাটা করে থাকেন। সেখানে মিন্টু নামে এক ব্যক্তির কনফেকশনারীর দোকানে জিনিস কেনাকাটাকে কেন্দ্র করে বিকেলে শিক্ষার্থী রাব্বির বাকবিতাণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার পর রামেকের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক সময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোঁড়ার ঘটনাও ঘটে।

সংঘর্ষের সময় ইটের আঘাতে রামেকের দুই শিক্ষার্থী আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন।

রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে।

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।