বন্দুকধারী সন্দেহে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২১
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্য ওহাইওতে বিমানবাহিনীর একটি ঘাঁটি, বন্দুকধারীর অবস্থান সন্দেহে লকডাউনের আওতায় আনা হয়েছে। খবর রয়টার্সের।

বিমানঘাঁটির ৮৮তম এয়ার বেস উইং এক টুইট বার্তায় জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ২৫ মিনিটে বিমানঘাঁটিটি লকডাউনে আ্ওতায় আনা হয়।

টুইটে আরও বলা হয়েছে, রাইট-প্যাটারসন বিমানঘাঁটির ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস ইন্টেলিজেন্স সেন্টার এলাকায় একজন বন্দুকধারী অবস্থান করছে এমন তথ্যেরভিত্তিতে জরুরি বিভাগের কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ নেন। সেখানে এখনও তলাশ্লি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।