মাদারীপুরে ইউপি চেয়ারম্যানের গাড়িতে হামলা
মাদারীপুর জেলার শিবচরের বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যানের গাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এসময় হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর, নগদ টাকা এবং লাইসেন্সকৃত দুটি অস্ত্রের ৪৫ রাউন্ড গুলি লুটের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়ের পর মঙ্গলবার রাতেই একজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে দক্ষিণ বহেরতাল ইউনিয়নের চেয়ারম্যান মো. অলি উল্লাহ খালাসির লাইসেন্সকৃত শট গানের ২৫ রাউন্ড ও পিস্তলের ২০ রাউন্ড গুলি এবং নগদ পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।
হামলার শিকার বহেরাতলা দক্ষিণ ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ খালাসি জাগো নিউজকে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সিঙ্গাপুর বাজার এলাকায় পৌঁছালে প্রতিপক্ষ বিল্লাল হাওলাদরসহ ৩০/৩৫ জনের একটি দল পূর্ব পরিকল্পিত ভাবে তার গাড়িতে হামলা চালায়।
তিনি বলেন, সন্ত্রাসীরা আমার ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২১-৯০১০) ভাঙচুর করে। গাড়ির সামনে পেছনে ও বাম পাশের গ্লাস ভাঙচুর করে। এসময় গাড়ির মধ্যে থাকা নগদ পাঁচ লাখ টাকাসহ লাইসেন্সকৃত আমার দুটি অস্ত্রের ৪৫ রাউন্ড গুলি সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, আগামী ইউপি নির্বাচনে তাকে প্রতিহত করতে তার উপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
উল্লেখ্য, বহেরাতলা (উত্তর) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. জাকির হোসেন হায়দার হাওলাদারের ছোট ভাই মো. বিল্লাল হাওলাদার আসন্ন ইউপি নির্বাচনে দক্ষিণ বহেরাতলা ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে ঘোষণা দেন। সে মতে বেশ কিছুদিন ধরে তিনি এলাকায় জন-সংযোাগ শুরু করেছেন। মূলত এই কারণেই চেয়ারমান অলি উল্লাহ খালাসি ও বিল্লাল হাওলাদারের সঙ্গে বিরোধ দেখা দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা শিবচর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম মিয়া জাগো নিউজকে জানান, হামলার ঘটনায় বিল্লাল হাওলাদার ও দক্ষিণ বহেরতলা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক দীন ইসলামসহ ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনের নামে ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ খালাসি বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-২৪/১৫/১২/২০১৫)। রাতেই হামলায় জড়িত থাকার অভিযোগে সূর্য হাওলাদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অপরদিকে, গত সোমবার (১৪-১২-১৫) রাত অানুমানিক ১১টার সময় চেয়ারম্যান অলি উল্লাহ খালাসিকে শিবচর পৌর এলাকার ৪নং ওয়ার্ডে ডিস রোড সংলগ্ন একটি বাড়িতে স্থানীয় জনতা আটক করেন।
সোমবার রাতে চোয়ারম্যানকেএকটি অনৈতিক কাজের অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে বলে অভিযোগ পাওয়া যায়। সেই রাতে পৌর এলাকার স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে (চেয়ারম্যান) আটক করেন এবং এলাকাবাসী শিবচর থানা পুলিশকে খবর দেন। কিন্ত পুলিশ পৌঁছানোর পর শিবচর থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম তাকে আটক না করে চেয়ারম্যানকে রাতে সেখান থেকে নিরাপদ স্থানে পৌঁছে দেয়। ওই ঘটনার জের ধরে পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিকেলে দক্ষিণ বহেরতলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ খালাসি সিংঙ্গাপুর বাজারে পৌঁছালে প্রতিপক্ষরা তার গতিরোধ করে এবং তার গাড়িতে হামলা চালায়।
তবে মঙ্গলবার রাতের অনৈতিক ও অপ্রীতিকর ঘটনার কথা অস্বীকার করেন। তিনি (ইউপি চেয়ারম্যান) বলেন, ওই রাতে তিনি ওই বাড়িতে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান অলি উল্লাহ খালাসির মামলার প্রধান অভিযুক্ত বিল্লাল হাওলাদার চেয়াম্যানের গাড়ি ভাঙচুর ও গুলি ছিনতাই ও টাকা লুটপাটের অভিযোগ অস্বীকার করেন। চেয়ারমান অলি খালাসির শিবচর পৌর এলাকায় সোমবারের রাতের অনৈতিক ঘটনার পর ক্ষুব্ধ হয়ে কে বা কারা তার গাড়ি ভাঙচুর করেছে এ ব্যাপারে তিনি কিছুই জানেনা না বলে জানান।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে পুলিশ সজাগ দৃষ্টি রাখছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ কে এম নাসিরুল হক/এমজেড/এমএস