চ্যানেল নাইনের কাছে আমি কৃতজ্ঞ


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফাইনালের ঠিক আগ মুহূর্তে বাদ দেওয়া হয় উপস্থাপিকা আমব্রিনকে। উচ্ছৃঙ্খলতার অভিযোগে তাকে বহিস্কার করেন চ্যানেল নাইনের কর্তৃপক্ষ। তবে চ্যানেল নাইনের কর্তৃপক্ষর উপর উল্টো অভিযোগ এনেছিলেন আমব্রিন। জানিয়েছিলেন নৈতিকতা পরিপন্থী প্রস্তাব দেওয়ায় তিনি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এই নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝেড়ে স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি।

কিন্তু বুধবার ফেসবুক থেকে সেই স্ট্যাটাস মুছে দিয়েছেন এবং চ্যানেল নাইনের কলাকুশলীদের তোলা ১৭টি ছবি পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন এই লাক্স তারকা। তাহলে কি মান ভাঙলো আমব্রিনের? নাকি কোন সমঝোতায় পৌঁছেছেন?

এ প্রসঙ্গে আমব্রিন জাগোনিউজকে বলেন, ‘আমার সঙ্গে চ্যানেল নাইন এর কর্মকর্তাদের কোন সমস্যা হয়নি। হেড অব প্রোগ্রাম তানভীর খানের সঙ্গে সমস্যা হয়েছে। তাই আমি স্ট্যাটাসটি সরিয়ে নিয়েছি এবং চ্যানেল নাইনকে ধন্যবাদ জানিয়েছি বিপিএল এরমত বড় আসরে আমাকে উপস্থাপনার সুযোগ দিয়েছেন। আমি চ্যানেল নাইনের কাছে কতৃজ্ঞ।’  

আগের দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি সরিয়ে নেওয়ার কারণ দশিয়ে আমব্রিন আরো বলেন, ‘তানভীর প্রতিষ্ঠানের একজন ব্যাক্তিমাত্র। সে জন্য আমি পুরো চ্যানেল নাইনকে দোষ দিতে পারিনা। তাই স্ট্যাটাসটি তুলো নিয়েছি।’

দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে মিরপুর স্টেডিয়ামে বিপিএলের আরেক উপস্থাপিকা পামেলা ভুতোরিয়া, ধারাভাষ্যকার আলিস্টার ক্যাম্পবেল, শামীম আশরাফ চৌধুরী, ড্যানি মরিসন, চ্যানেল নাইনের ক্রুসহ অনেকের সঙ্গে ছবি তোলেন।

সে ছবি বুধবার দুপুর ২টায় ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘বিপিএলের শেষ দিন! অনেক স্মৃতি। আমাকে বিপিএল ২০১৫ এর একটি অংশ করে নেওয়ার জন্য চ্যানেল নাইন ও বিসিবিকে ধন্যবাদ।’


আরটি/এনই/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।