চলন্ত ইঞ্জিনে ঢুকে বিমানকর্মীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১৭ ডিসেম্বর ২০১৫

বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানের চলন্ত ইঞ্জিনের মধ্যে হাওয়ার টানে ঢুকে প্রাণহানি হয়েছে এয়ার ইন্ডিয়ার এক বিমানকর্মীর। বুধবার ভারতের মুম্বাই বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটেছে।

এয়ার ইন্ডিয়ার এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, মুম্বাই বিমানবন্দরের পার্কিং বে`তে এআই-৬১৯ নামের যাত্রীবাহী বিমানটি দাঁড়িয়েছিল। বিমানটি মুম্বাই থেকে হায়দারাবাদ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের আগে বিভিন্ন রকমের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল কর্মীরা। এরমধ্যে হঠাৎ তীব্র বাতাসের টানে চলন্ত ইঞ্জিনের মধ্যে ঢুকে যান এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড স্টাফ রবি সুব্রামানিয়ান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বিমানকর্মীর।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে ওই কর্মী কিভাবে বিমানের ইঞ্জিনের কাছে চলে এসেছিল তা এখনো পরিস্কার নয়। নিহত কর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান আসওয়ানি লোহানি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।