পঞ্জশিরে তালেবানকে সাহায্য করছে পাকিস্তান, দাবি ভারতীয় মিডিয়ার
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২১
আফগানিস্তানে বিরোধীদের শেষ ঘাঁটি পঞ্জশির প্রদেশের দখল নিতে তালেবানকে সাহায্য করছে পাকিস্তানের সামরিক বাহিনী। ঘনিষ্ঠ সূত্রের বরাতে সম্প্রতি এমনটাই দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, পঞ্জশিরে তালেবান যোদ্ধাদের বিমান সহায়তা দিয়েছে পাকিস্তান। এমনকি পাহাড়ি উপত্যকায় যুদ্ধে পারদর্শী বিশেষ বাহিনীর একটি দলও পাঠিয়েছে তারা।
কয়েকদিন টানা লড়াইয়ের পর গত সোমবার (৬ সেপ্টেম্বর) পঞ্জশির পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। এই লড়াইয়ে দুই পক্ষেই হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে তালেবানের দাবি প্রত্যাখ্যান করেছে স্থানীয় প্রতিরোধগোষ্ঠী এনআরএফ (ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট অব আফগানিস্তান)। এদের প্রধান নেতা আহমদ মাসউদ এক অডিওবার্তায় দেশব্যাপী তালেবানবিরোধী অভ্যুত্থানের ডাক দিয়েছেন।
এসময় তালেবানের বিরুদ্ধে ‘বিদেশি ভাড়াটে সৈন্য’ ব্যবহারের অভিযোগ তুলেছেন মাসউদ। যদিও সুনির্দিষ্টভাবে কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।
কাবুলের রাস্তায় টহল দিচ্ছেন তালেবান যোদ্ধারা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে তালবান-সমর্থনের অভিযোগ করছে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে ইসলামাবাদ।
এমন পরিস্থিতির মধ্যেই গত শনিবার (৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে ছুটে গেছেন পাকিস্তানের গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ। তার উদ্দেশ্য নিয়ে ধোঁয়াশা থাকলেও সম্প্রতি পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তালেবানকে আফগান সামরিক বাহিনী পুনর্গঠনে সহায়তা করতে পারেন আইএসআই প্রধান।
সূত্র: আল-অ্যারাবিয়া
কেএএ/জিকেএস