তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে চীনের ১৯ টি যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৬ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই তাইওয়ান জানালো, রোববার দেশটির প্রতিরক্ষা বলয়ের মধ্যে আবারও চীন সামরিক যুদ্ধবিমান উড়িয়েছে। খবর বিবিসির।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯টি পারমাননিবক বোমারু বিমান প্রবেশ করে এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে(এডিআইজেড)। সামরিক যোদ্ধারাও ছিলেন এসব বিমানে।

তাইপে এর আগেও বহুবার চীনের এ আগ্রাসনের অভিযোগ আনে। চীন তাইওয়ানকে তাদের নিজস্ব রাজ্য দাবি করে আগ্রাসন চালিয়ে আসছে। যদিও তাইওয়ান তাদের স্বতন্ত্র বলে দাবি করে আসছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, চীনের উপকূল থেকে তাইওয়ানের উপকূলে চীনের যুদ্ধবিমান উড়ানোর মানচিত্র প্রকাশ করে।

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।