নেত্রকোনায় লরিচাপায় স্কুলছাত্র নিহত


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কর্ণপুরে লরিচাপায় মোরছালিন মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাসূত্রে জানা যায়, বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের কর্ণপুর গ্রামের ফজলু ফকিরের ছেলে পিএসসি সমাপনী পরীক্ষার্থী মোরছালিনকে গোলঘরের সামনে ইট বোঝাই একটি লরি চাপা দিলে সে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহত মোরছালিনকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর লরির মালিক একই এলকার চল্লিশকাহনীয়া গ্রামের ব্যবসায়ী নওয়াব আলী ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তার মোটরবাইক জ্বালিয়ে তাকে একটি ঘরে আটক করে রাখে। পরে নওয়াব আলীকে স্থানীয় রায়পুর ইউপি চেয়ারম্যান আলী আকবর তালুকদার ও পুলিশ গিয়ে উদ্ধার করে।

বিষয়টি সমঝোতার চেষ্টা চলছে বলে জানায় স্থানীয়রা।

কামাল হোসাইন/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।