ইরাকে ২৬ কাতারি শিকারি অপহরণ


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫

সৌদি আরবের সীমান্তের কাছে ইরাকের মরুভূমি এলাকা থেকে অন্তত ২৬ কাতারি শিকারিকে অপহরণ করেছে অজ্ঞাত বন্দুকধারীরা।

বুধবার স্থানীয় সময় ভোরে ইরাকের সামাওয়া প্রদেশের লায়াহ’র কাছে একটি এলাকা তাদের অপহরণ করা হয় বলে ইরাকি কর্মকর্তাদের বরাতে দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রায় ৫০টি গাড়িতে করে বন্দুকধারীরা শিকারিদের ক্যাম্পে ঢুকে তাদের অপহরণ করে। শিকারিদের সন্ধান ও উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ইরাকি পুলিশ।

সামাবার একটি পুলিশ কর্মকর্তা জানান, ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি দল শিকারিদের পাহারা দিচ্ছিল, কিন্তু তারা বন্দুকধারীদের বড় একটি দলঘেরা হয়ে না থাকার সিদ্ধান্ত নিয়েছিল।

জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।