৪ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ১৬ নভেম্বর ২০১৪

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক চার বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। রোববার বেলা সাড়ে ১২টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। হিলি চেকপোস্ট ক্যাম্পের সুবেদার আব্দুল মান্নান এ খবর নিশ্চিত করেছেন।
 
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- বরিশালের মুলাদি উপজেলার লক্ষ্মীপুর গ্রামের প্রয়াত আবুল হোসেনের ছেলে জামাল উদ্দিন (৩০), কুমিল্লার তিতাস উপজেলার চরমহনপুরের হক মিয়ার ছেলে মো. হুসাইন আলী (৩১), কুড়িগ্রামের উলিপুর উপজেলার কালপানি গ্রামের হাবিব চৌকিদারের ছেলে জাফরুল ইসলাম (২৮) ও ময়মনসিংহের লালপুর উপজেলার পালপুর গ্রামের মুখতিয়ার রহমানের ছেলে হোসাইন মিয়া (২০)।
 
ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেন্দর পাল চেকপোস্ট গেটে জানান, গত শুক্রবার আটককৃতরা হিলি সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ওই সময় কর্তব্যরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।