বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা দিচ্ছে বুলগেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
ফাইল ছবি

বুলগেরিয়ার কাছ থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ২ লাখ ৭০ হাজার ডোজ পাচ্ছে বাংলাদেশ। গতকাল বুধবার (১ সেপ্টেম্বর) ইউরোপীয় দেশটির তত্ত্বাবধায়ক সরকার এ সংক্রান্ত একটি খসড়া চুক্তির অনুমোদন দিয়েছে। বুলগেরীয় সরকারের এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে সোফিয়া গ্লোব নামে একটি স্থানীয় সংবাদমাধ্যম।

বিবৃতিতে বলা হয়, বুলগেরিয়া, অ্যাস্ট্রাজেনেকা ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তির খসড়া এবং আলোচনার ভিত্তি কাজ করার জন্য বুলগেরিয়া ও বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

টিকাগুলো বিনামূল্যে পেলেও তা আনার খরচ বহন করবে বাংলাদেশ।

এদিন বুলগেরিয়ার তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ দেশটির জাতীয় পরিষদকে আরও দুটি চুক্তি অনুমোদনের আহ্বান জানিয়েছে। এর মধ্যে একটি হলো নর্থ মেসিডোনিয়াকে ফাইজার টিকার ৫১ হাজার ৪৮০ ডোজ এবং অন্যটি নরওয়ের কাছে মডার্না টিকার এক লাখ ডোজ পুনঃবিক্রয় সংক্রান্ত।

এর আগে ইউরোপীয় দেশটি ভুটানকে ১ লাখ ৭২ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছিল।

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।