ড্রোন গিলে ফেলল কুমির!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২১
ছবি: সংগৃহীত

জলাশয়ে ঘুরে বেড়াচ্ছিল একটি কুমির। সে সময় পাড় থেকে দেখছিলেন অনেকেই। দূর থেকে কুমিরের ভালো ছবি তোলা যাচ্ছিল না। তাই একটি ছোট ড্রোন পাঠানো হয়েছিল স্পষ্ট ছবি তোলার জন্য। ড্রোনটি উড়তে উড়তে কুমিরের মুখের একেবারে কাছে পৌঁছে গিয়েছিল।

ঠিক সেই সময়ই সবাইকে চমকে দিয়ে এক লাফে ড্রোনটিকে মুখে পুরে নেয় কুমিরটি। তারপরই চিবাতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় কুমিরটির মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে।

সম্প্রতি এমন একটি ভিডিয়ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের চোখে পড়েছে এটি। তিনিও নিজের টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন। ক্যালিফোর্নিয়ার একটি ড্রোন প্রস্তুতকারক সংস্থার প্রাক্তন নির্বাহী কর্মকর্তাও টুইটারে ওই ভিডিওটি শেয়ার করেছেন।

সম্প্রতি এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। কুমিরের গিলে ফেলা ড্রোনটি যিনি নিয়ন্ত্রণ করছিলেন তিনি বলেন, ভেবেছিলাম ড্রোনের সেন্সর ড্রোনকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখবে। সেজন্যই অতটা কাছ থেকে কুমিরের ছবি তোলার চেষ্টা করেছিলাম। কিন্তু মুহূর্তের মধ্যেই কুমিরটা ড্রোনটিকে গিলে ফেলল।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।