নোয়াখালীতে গ্লাস পড়ে দোকান শ্রমিকের মৃত্যু
![নোয়াখালীতে গ্লাস পড়ে দোকান শ্রমিকের মৃত্যু](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2015December/Noakhaly20151216082359.jpg)
নোয়াখালীর চৌমুহনীতে গ্লাস পড়ে জাহিদুল ইসলাম (২৫) নামে এক দোকান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের দেওলা গ্রামের আবদুল মোতলেবের ছেলে।
চৌমুহনী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, সকাল ১০টার সময় ঢাকা থেকে গ্লাস নিয়ে আসা একটি ট্রাক (মৌলভী ব-ঠ-১১৮)নং চৌমুহনী করিমপুর রোডের ভাই ভাই থাই এলুমিনিয়াম দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় অন্যান্য শ্রমিকের সঙ্গে জাহিদুর রহমান গ্লাসগুলো নামানোর জন্য ট্রাকের এক সাইড খোলার সঙ্গে সঙ্গে গ্লাসগুলো তার গায়ের ওপর পড়ে যায়। এতে তিনি গ্লাসের নিচে চাপা পড়ে এবং তার পুরো শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী গ্লাসগুলো সরিয়ে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তিনি মারা যায়।
তিনি আরও জানান, এটি একটি দুর্ঘটনা। তাই মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার গ্রামের বাড়িতে দাফনের জন্য স্বজনের নিকট পাঠিয়ে দেয়া হয়েছে।
মিজানুর রহমান/এসএস/এমএস