বিজয় দিবসে ছোট পর্দার যতো আয়োজন


প্রকাশিত: ১০:৪১ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

আজ মহান বিজয় দিবস। দেশজুড়ে বিজয়ের আনন্দে দিশেহারা সবাই। আর এই আনন্দের মাত্রার সঙ্গে কিছুটা বিনোদন যোগ হলে তো কোনো কথাই নেই! বিষয়টি ঠিক রেখেই প্রতিবছরের ন্যায় এ দিবসে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হয় নানা আয়োজন। তবে প্রায় প্রতিটি চ্যানেলে থাকছে মুক্তিযুদ্ধের ওপর নতুন নাটক ও টেলিছবি। চলুন জানা যাক সে সবের খবরা-খবর।

জনক `৭১
স্কুলের অঙ্কের জাদরেল মাস্টার শামসু বিএসসি। কিন্তু তিনি অন্ধ। তাকে স্কুলে দিয়ে ও নিয়ে আসে তার একমাত্র ছেলে, তিনবার ক্লাস নাইনে থাকা মতিন। ছোটবেলায় মতিনের মা মারা গেলে বাবা আর বিয়ে করেননি। ছেলেকে বড় করছেন নিজের হাতে। ১৯৭১ সালে এপ্রিলে অন্ধ বাবাকে বান্ধবী নাজমার দায়িত্বে রেখে মতিন যুদ্ধে চলে যায়। জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানি আর্মির সঙ্গে সরাসরি যুদ্ধে মতিন মারা যায়। চ্যানেল নাইনে রাত ৯টা ৩০মিনিটে প্রচার হবে এমন গল্পের নাটক জনক ৭১`। রচনায় আনিসুল হক ও পরিচালনায় আশুতোষ সুজন। অভিনয় করেছেন আবুল হায়াত, অ্যালেন শুভ্র, শবনম ফারিয়া, রিফাত চৌধুরী প্রমুখ।

"
বাড়ির নাম স্বাধীনতা
লেখক ফরিদুর রেজা সাগরের `বাড়ি` সিরিজের কাহিনী নিয়ে দশম নাটক তৈরি হয়েছে। ‘বাড়ির নাম স্বাধীনতা’ নামের এ নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী । এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, মাহমুদ সাজ্জাদ, শম্পা রেজা, আল মনসুর, ইরফান সাজ্জাদ, সামিয়া সাঈদ এবং মিথিলা।

নাটকের গল্পে দেখা যাবে- আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ আর শম্পা রেজা এরা তিন ভাইবোন। তিনজন থাকেন তিন দেশ অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রে। এ সময় সবাই দেশে আসেন তাদের বাবার এক ঐতিহাসিক বাড়ি বিক্রি করার জন্য। যে বাড়িতে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল।

চশমা
এনটিভিতে দুপুর ১টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক `চশমা`। ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনা অভিনয় করেছেন অপূর্ব, মৌসুমী হামিদ, দিলারা জামান, আল মনসুর, নূপুর, সিদ্দিক মাস্টার প্রমুখ।

"
`সবুজ কাহিনী`
দর্শকের গল্পে নির্মিত আরটিভির বিজয় দিবসের নাটক `সবুজ কাহিনী`। ফাহিমা আক্তারের রচনা ও সুমন আনোয়ারের পরিচালনায় এতে অভিনয় করেছেন মৌ ও আজাদ আবুল কালাম। প্রচার হবে রাত ৯ টা ৫ মিনিটে। নাটকে দেখা যাবে, বড় মেয়ে নবর পীড়াপিড়িতে চিত্রপ্রদর্শনীতে এসেছেন নীলা। একটা সময় ছিলো নীলা আশপাশের প্রদশর্নী মিস দিতেন না। সেটা নানা ব্যস্ততায় আর হয়ে ওঠে না। প্রদশর্নীতে এসে ভালোই লাগছে নীলার। তার মেয়ে এ শিল্পীর খুব ভক্ত।

খুব আগ্রহ নিয়ে শিল্পীর সঙ্গে পরিচিত হতে গিয়ে চমকে ওঠে নীলা। এ যে আবিদ। তার চিরচেনা ভালোবাসার আবিদ। যে বিশ বছর আগে বিয়ের আসর থেকে পালিয়ে গেছে। এ যে প্রতারক আবিদ। মেয়ের সামনে কোনো কিছু প্রকাশ করে না নীলা। তার মনে বিশ বছর ধরে একটা প্রশ্নই ঘুরপাক খায়। কেন সে বিয়ের আসর থেকে পালিয়েছিল। কী দোষ ছিল নীলার!

`শেষ চিঠি`
মাছরাঙা টিভিতে রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক `শেষ চিঠি`। শামীম জামান পরিচালিত নাটকে অভিনয় করেছেন নিশো, শখ, রোকেয়া প্রাচী, শামীম জামান, খায়রুল আলম সবুজ, আহসানুল হক মিনু প্রমুখ।

"
`ওয়ার্কশপ`
একই চ্যানেলে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক `ওয়ার্কশপ`। মুহাম্মদ জাফর ইকবালের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।

`ডেড লাইন ৭১`
মুক্তিযুদ্ধের বিশেষ নাটক `ডেড লাইন ৭১`। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার ও রিচি সোলায়মান। পরিচালনায় মুনতাছির বিপন। বৈশাখী টিভিতে প্রচার হবে রাত ৮ টায়।

"
`একাত্তর ডিগ্রি`
একই চ্যানেলে থাকছে বিশেষ টেলিছবি `একাত্তর ডিগ্রি`। পরিচালক দিলশাদুল হক শিমুল। অভিনয় করেছেন রুপক, শারিকা, মামুনুর রশিদ, কচি খন্দকার প্রমুখ। প্রচার সময় দুপুর ৩টা।

`আত্মজ`
এসএ টিভির জন্য বিশেষ নাটক `আত্মজ` লিখেছেন ও পরিচালনা করেছেন মাসুদ হাসান। অভিনয়ে লুৎফর রহমান জর্জ, শাহাদাৎ হোসেন, ঈশিতা চাকী প্রমুখ। প্রচার সময় বিকাল ৪টা।

এনই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।