টিকা প্রদানে বিশ্বে শীর্ষ অবস্থানে সিঙ্গাপুর

রাশিদুল ইসলাম জুয়েল
রাশিদুল ইসলাম জুয়েল রাশিদুল ইসলাম জুয়েল , সিঙ্গাপুর প্রতিনিধি সিঙ্গাপুর
প্রকাশিত: ০২:২৬ এএম, ৩১ আগস্ট ২০২১

সিঙ্গাপুরে মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষকে করোনা টিকার পূর্ণাঙ্গ ডোজ দেওয়া হয়েছে।

রোববার সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং ফেসবুক পোস্টে বলেছেন, ‘আমরা আরেকটি মাইলফলক অতিক্রম করেছি। আমাদের দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানুষ করোনার দুই ডোজই পেয়েছে। তার মানে করোনা নিয়ন্ত্রণে সিঙ্গাপুর আরও এক ধাপ এগিয়ে গেল।’

ক্ষুদ্র এই নগর রাষ্ট্রটি টিকার পূর্ণাঙ্গ ডোজ দেওয়ার হারের দিক থেকে এখন বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে।

গত জানুয়ারিতে টিকা কার্যক্রম শুরু করে সিঙ্গাপুর। দেশটিতে বেশিরভাগ মানুষকে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হয়।

চ্যানেল নিউজ এশিয়ার তথ্য অনুযায়ী, গত শনিবার সিঙ্গাপুরে ১১৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৭১ জন ও মারা গেছেন ৫৫ জন।

আগস্টের শুরুতেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেছিলেন, সিঙ্গাপুর যদি করোনায় আক্রান্ত রোগীদের সংখ্যা কমিয়ে আনতে পারে, স্বাস্থ্যখাত যদি চাপমুক্ত থাকতে পারে তাহলে অর্থনীতি আরও উন্মুক্ত করে দেওয়া হবে। সামাজিক কার্যক্রম স্বাভাবিক করা হবে ও কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ শুরু হবে।

জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।