নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়ার পর নারীর মৃত্যু
নিউজিল্যান্ডে ফাইজারের টিকা নেওয়ার পর এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্যা স্ট্রেইটস টাইমস জানিয়েছে এ তথ্য।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে সোমবার (৩০ আগস্ট) জানায়, দেশটির করোনা ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ড বিষয়টি নজরে আনে যে ওই নারীর মৃত্যু হয়েছে মায়োকার্ডিটিস বা হৃৎপিণ্ডের পেশীর প্রদাহজনিত কারণে। যেটি প্রায়ই খুব কম সময় ফাইজারের ভ্যাকসিন নেওয়ার পর নেতিবাচক প্রভাবের কারণে হয়ে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, একই সময়ে অন্যান্য সমস্যাগুলোকেও খতিয়ে দেখছে করোনা ভ্যাকসিন সেফটি মনিটরিং বোর্ড যা টিকা দেওয়ার পর ফলাফলকে প্রভাবিত করতে পারে।
এসএনআর/জিকেএস