আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের শেষ ধাপে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৯ আগস্ট ২০২১
আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানের সঙ্গে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে বাইডেন প্রশাসনের সেনা প্রত্যাহার কার্যক্রম শেষ ধাপে পৌঁছেছে। এক পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, অপারেশন প্রায় শেষ পর্যায়ে; তবে এখনও এক হাজারের মতো সাধারণ নাগরিক বিমানবন্দরে অপেক্ষা করছে দেশ ছাড়ার আশায়।
তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুযায়ী, মঙ্গলবার (৩১ আগস্ট) হলো সেনা প্রত্যাহারের শেষ দিন। এর মাঝে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
জঙ্গি গোষ্ঠীর হামলার হুমকি থাকায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার সতর্কতা জারি রয়েছে।
এর আগে গত শুক্রবার আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে বোমা হামলার পরিকল্পনাকারী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে দেশটির পূর্বাঞ্চলে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার হামিদ কারজাই বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনা সদস্য রয়েছেন ১৩ জন। কাবুলে আইএসের খোরাসান শাখার হামলার দায় স্বীকারের পর পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
এসএনআর/এমকেএইচ