জি-২০ সম্মেলনে সমালোচনার মুখে রাশিয়া


প্রকাশিত: ০৫:৫০ এএম, ১৬ নভেম্বর ২০১৪

অস্ট্রেলিয়ায় জি-২০ সম্মেলনে ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার কড়া সমালোচনা করেছেন পশ্চিমা দেশগুলোর নেতারা। মূলত অর্থনৈতিক বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা থাকলেও, ইউক্রেন আর ইবোলা সংকট প্রথমদিনে প্রাধান্য পেয়েছে।

বৈঠকে পশ্চিমা নেতাদের কড়া সমালোচনার মুখে পড়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন যে, মি. পুতিনের উচিত ইউক্রেন ইস্যু থেকে সরে যাওয়া। মস্কোর আগ্রাসন সারা বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠেছে বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদের সঙ্গে বৈঠকে, ইউক্রেন সংকট নিরসনে একত্রে কাজ করার আহবান জানিয়েছেন মি. পুতিন। তিনি বলছেন, রাশিয়া আর ফ্রান্স মিলে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

নির্ধারিত সূচীর আগেই মি. পুতিন সম্মেলন ছেড়ে চলে যাচ্ছেন বলে শোনা গেলেও, সেটি অবশ্য নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র। সম্মেলন থেকে দেয়া এক বিবৃতিতে, ইবোলা রোগটি বিশ্বের জন্য হুমকি বর্ণনা করে, এটি প্রতিরোধে সম্মিলিত এবং আরো জোরালোভাবে কাজ করারও অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা। খবর: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।