পাকিস্তানে ৮ জনের ফাঁসি কার্যকর


প্রকাশিত: ১১:১৫ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

পাকিস্তানের খুনের দায়ে অভিযুক্ত আট কারাবন্দীর ফাঁসি কার্যকর করা হয়েছে। পেশোয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার বর্ষপূর্তির একদিন আগে মঙ্গলবার ফাঁসির এ রায় কার্যকর করা হয়। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে এসব মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ওই হামলার পর কর্তৃপক্ষ মৃত্য্যুদন্ড কার্যকরের ওপর থেকে ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়। খবর ডন।

এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তালেবানের জঙ্গিদের হামলায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ দেড় শতাধিক মানুষ নিহত হয়। এরপর দেশটিতে সন্ত্রাসীদের দমনের অংশ হিসেবে মৃত্যুদন্ড কার্যকর শুরু করে।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কারাগার বিষয়ক উপদেষ্টা চৌধুরী আরশাদ সাঈদ বলেন, সাজাপ্রাপ্ত খুনীদের মধ্যে মুলতান, ভাওয়ালপুর ও গুজরাটে দুজন করে এবং আটাক ও ডেরা গাজী খানে একজনের ফাঁসি কার্যকর হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।