আজকের এইদিনে : ১৫ ডিসেম্বর ২০১৫
১২৫৬ খ্রিস্টাব্দের এই দিনে হালাকু খান বর্তমান ইরানের আলামুত ও হাসাসুন শহর দখল ও ধ্বংস করেন। এর মাধ্যমে এ এলাকার ইসলামী শক্তির উপর প্রথম আঘাত আনেন।
১২৬৩ খ্রিস্টাব্দের এই দিনে নরওয়ের রাজা চতুর্থ হ্যাকনের মৃত্যু।
১৫১৬ খ্রিস্টাব্দের এই দিনে দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনার উপকূল আবিস্কৃত হওয়ার এক বছর পর স্পেনের প্রথম অভিবাসি দলটি ঐ এলাকায় প্রবেশ করে।
১৬২৬ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ পরিসংখ্যানবিদ গ্রেগরি কিংয়ের জন্ম।
১৬৪০ খ্রিস্টাব্দের এই দিনে পর্তুগালের রাজা হিসেবে চতুর্থ জোহানের অভিষেক।
১৭৯১ খ্রিস্টাব্দের এই দিনে যুক্তরাস্ট্র বিল আইন হয়ে ভার্জিনিয়া সাধারন অধিবেশনে আইন হিসাবে গৃহিত হয়।
১৭৯২ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জীবন বীমা পলিসি জারি হয়।
১৭৯৭ খ্রিস্টাব্দের এই দিনে শিৰাবিদ, বহু ভাষাবিদ ও বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ উইলিয়াম ইয়েটসের জন্ম।
১৮৫২ খ্রিস্টাব্দের এই দিনে নোবেলজয়ী [১৯০৩] ফরাসি পদার্থবিদ আঁতোয়ান আঁরি বেকরেলের জন্ম।
১৮৫৭ খ্রিস্টাব্দের এই দিনে সিলেটের সিপাহীদের বিদ্রোহ হয় ।
১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে পোল্যান্ডের প্রখ্যাত চিকিৎসক, সাহিত্যক ও ভাষাবিদ লুডভিক লাযারুস জামেনহোফ জন্মগ্রহণ করেন।
১৮৫৯ খ্রিস্টাব্দের এই দিনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অফ দ্য এস্পিচেস’-এর প্রকাশ।
১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন স্থপতি জোসেক হফম্যানের জন্ম।
১৮৭৭ খ্রিস্টাব্দের এই দিনে টমাস এডিসন ফোনোগ্রাফ প্যাটেন্ট করেন।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে কবি বন্দে আলী মিয়ার জন্ম।
১৯০৬ খ্রিস্টাব্দের এই দিনে লন্ডনের পাতাল রেলপথ চালু।
১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে গ্যাস বিস্ফোরনে জাপানের মিটসুবিসি কয়লা খনিতে ৬৮৭ জন নিহত।
১৯১৪ খ্রিস্টাব্দের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ: সার্বিয়ার সেনাবাহিনী অস্ট্রো-হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে পরাজিত করে বেলগ্রেড দখল করে।
১৯১৬ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবন-পদার্থবিজ্ঞানী মরিস উইলকিন্স জন্মগ্রহন করেন ।
১৯২৫ খ্রিস্টাব্দের এই দিনে প্রগতিবাদী সমাজসেবী শশীপদ বন্দোপাধ্যায়ের মৃত্যু।
১৯২৮ খ্রিস্টাব্দের এই দিনে ব্রিটেনে সর্বপ্রথম টিভি নাটক প্রদর্শিত হয়।
১৯২৯ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতায় কবি নজরুলকে গণসংবর্ধনা দেয়া হয়।
১৯৩৯ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বখ্যাত সিনেমা গন্ড অব দ্য উইন্ড এর প্রিমিয়ার হয় জর্জিয়ার আটলান্টার লুইস গ্যান্ড থিয়েটারে।
১৯৪০ খ্রিস্টাব্দের এই দিনে লেখক মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী মৃত্যুবরণ করেন।
১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে জার্মান নাৎসি বাহিনী ফরাসি কমিউনিস্ট নেতা গাব্রিয়েল পেরিকে মৃত্যুদন্ড দেয়।
১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়।
১৯৪১ খ্রিস্টাব্দের এই দিনে ইউক্রেনের কিয়েভে জার্মান সেনাবাহিনী ১৫০০০ ইহুদিকে হত্যা করে।
১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে জাপান দখলের পর জেনারেল ডগলাস ম্যাকআর্থার শিন্তো ধর্মকে জাপানের রাষ্ট্র ধর্ম বাতিল করেন।
১৯৫০ খ্রিস্টাব্দের এই দিনে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেলের মৃত্যু।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘে চীনের অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেয়।
১৯৬১ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত নাজি নেতা অ্যাডলফ আইখম্যানকে ইহুদি হত্যা সহ পনেরটি অপরাধে মৃত্যুদন্ড দেয়া হয় ইযরাইলের রাজধানী জেরুজালেমে।
১৯৬৫ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ১০ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬৬ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন চলচ্চিত্র প্রযোজক, নির্দেশক, কাহিনীকার, নেপথ্য কন্ঠ শিল্পী ও অ্যানিমেটর ওয়াল্টার এলিয়াস ডিজনি ( ওয়াল্ট ডিজনি ) মৃত্যুবরণ করেন।
১৯৭০ খ্রিস্টাব্দের এই দিনে সোভিয়েত মহাকাশযান ভিনিরা-৭ সফলভাবে ভেনাসে ল্যান্ড করে।
১৯৭১ খ্রিস্টাব্দের এই দিনে শহীদ ডা. ফজলে রাব্বীর মৃত্যু।
১৯৭৫ খ্রিস্টাব্দের এই দিনে পশ্চিম আফ্রিকায় অবস্থিত পশ্চিম সাহারা এলাকা থেকে স্পেনীয়রা সরে আসার সিদ্ধান্ত ঘোষণা করে।
১৯৭৬ খ্রিস্টাব্দের এই দিনে সামোয়া জাতিসংঘের সদস্য পদ পায়।
১৯৭৭ খ্রিস্টাব্দের এই দিনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) গঠিত হয়।
১৯৮৮ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পিএলওর সঙ্গে সরাসারি সংস্রবের ক্ষেত্রে ১৩ বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
১৯৯৩ খ্রিস্টাব্দের এই দিনে সাত বছর আলোচনার পর ১১৭টি দেশ গ্যাট চুক্তিতে সম্মত হয়।
১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে পালউ জাতিসংঘে সদস্যপদ লাভ করে।
২০০৪ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজিতে ২৪ ঘণ্টা সম্প্রচারিত স্যাটেলাইট চ্যানেল চালুর বিষয়ে আল-জাজিরার ঘোষণা।
২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডু মৃত্যুবরণ করেন ।
২০০৬ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকার ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি ভবনের উদ্বোধন করা হয়।
২০০৭ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট নির্বাচনে দেশটির ৭৮ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী (জন হাওয়ার্ড) নিজ আসনে পরাজিত হন।
এইচআর/পিআর