মতলব উত্তর থানার ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহার করে। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ গণমাধ্যমের কাছে এর সত্যতা স্বীকার করেছেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে হাইকোর্টের নির্দেশে বহাল হওয়া বিএনপি দলীয় মেয়র প্রার্থী সারওয়ারুল আবেদীন খোকনের প্রার্থিতা বহাল হওয়ার আদেশনামা জমা প্রদানে অসহযোগিতা করা এবং একটি বিশেষ দলের একজন মেয়র প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার জন্য ওই ওসি বিধিবহির্ভুত আচরণ ও ক্ষমতা প্রদর্শন করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানানো হলে কমিশন অভিযোগের সত্যতা খুঁজে পায়। এরই প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ওসিকে থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

ইকরাম চৌধুরী/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।