আজকের সাধারণ জ্ঞান : ১৪ ডিসেম্বর ২০১৫
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : আন্তর্জাতিক টেবিল টেনস কবে?
উত্তর : ৬ এপ্রিল।
২. প্রশ্ন : আন্তর্জাতিক আলোকবর্ষ কোন সাল?
উত্তর : ২০১৫ সাল।
৩. প্রশ্ন : বিশ্ব বাণিজ্য সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১৬১টি।
৪. প্রশ্ন : ২৬ এপ্রিল কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬১তম সদস্য পদ লাভ করে?
উত্তর : সিসেলেস।
৫. প্রশ্ন : স্থায়ী সালিশি অাদালতের বর্তমান সদস্য কতটি?
উত্তর : ১১৭টি।
৬. প্রশ্ন : ২২ মার্চ ২০১৫ স্থায়ী সালিশি আদালতের ১১৭তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
উত্তর : জর্জিয়া।
৭. প্রশ্ন : আন্তর্জাতিক নবায়ণযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর : ১৪০টি।
৮. প্রশ্ন : ৯ মার্চ ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক নবায়ণযোগ্য শক্তি সংস্থার ১৪০তম সদস্য পদ লাভ করে?
উত্তর : কলম্বিয়া।
৯. প্রশ্ন : পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী দেশ কতটি?
উত্তর : ১৯০টি।
১০. প্রশ্ন : এ পর্যন্ত কতটি দেশ CTBT অনুমোদন করেছে?
উত্তর : ১৬৪টি।
১১. প্রশ্ন : ২৩ মার্চ ২০১৫ কোন দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়?
উত্তর : মঙ্গোলিয়া।
১২. এ পর্যন্ত কতটি দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়?
উত্তর : ৫২টি।
১৩. প্রশ্ন : ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর : তাবারে ভাজকুয়েজ (উরুগুয়ে)।
১৪. প্রশ্ন : SDSN এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর : সুইজারল্যান্ড।
১৫. প্রশ্ন : SDSN এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
উত্তর : টগো।
১৬. প্রশ্ন : SDSN এর রিপোর্টে সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : ১০৯তম।
১৭. প্রশ্ন : বিশ্বের কোন দেশের সামরিক বাহিনীর সদস্য সবচেয়ে বেশি?
উত্তর : চীন।
১৮. প্রশ্ন : বিশ্বের কোন দেশের সর্বাধিক সাবমেরিন রয়েছে?
উত্তর : যুক্তরাষ্ট্র।
১৯. প্রশ্ন : মালালা ৩১৬২০১ কী?
উত্তর : মালালা ইউসুফজাইয়ের নামে নামকরণকৃত গ্রহাণু।
২০. প্রশ্ন : ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান কে?
উত্তর : মারজিয়েহ আফখাম।
এসইউ/আরআইপি