শিক্ষাসচিবকে ফুল দিয়ে বরণ করলেন শিক্ষামন্ত্রী


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে মো. সোহরাব হোসাইনকে ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে তাকে বরণ করা হয়। গণমাধ্যমে পাঠানে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সোহরাব হোসাইনের যোগদান উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফুল দিয়ে নবনিযুক্ত সচিবকে বরণ করে নেন।

নতুন সচিবকে স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের আন্তরিক পরিবেশে যৌথ কাজের ধারা জোরদার করা হবে। আমাদের লক্ষ্য অর্জনে বিশেষ করে শিক্ষার আরো প্রসার ও গুণগত মান বৃদ্ধি করতে আমরা আমাদের কাজের গতি আরো বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যথাসময় লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো। মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদফতরের পক্ষ থেকেও শিক্ষাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিবসহ বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারী, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. সোহরাব হোসাইন শিক্ষাসচিব হিসেবে যোগদানের পূর্বে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পিএস ছিলেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও এক বছরের বেশি সময় দায়িত্বপালন করেছেন সোহরাব হোসাইন।

এনএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।