খুলে দেয়া হলো সামাজিক যোগাযোগের সব মাধ্যম


প্রকাশিত: ১১:০৫ এএম, ১৪ ডিসেম্বর ২০১৫

অবশেষে টুইটার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমগুলো খুলে দিয়েছে সরকার। সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

জানতে চাইলে বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হোয়াটসঅ্যাপ, ভাইভার, স্কাইপে, ইমো, টুইটারসহ সামাজিক যোগাযোগের সব মাধ্যমগুলো খুলে দেয়া হয়েছে।

জানা যায়, রোববার রাতে টুইটার, ইমো, স্কাইপে বন্ধ করার নির্দেশ দেয় সরকার। আর গত ১৮ নভেম্বর থেকে বন্ধ রয়েছে স্কাইপে, ভাইভার।

এদিকে, সোমবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, টুইটার, স্কাইপে ইমো বন্ধে তাদের কোনো নির্দেশনা ছিলো না।


আরএম/এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।