২৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে রিয়াজ-মাহির কৃষ্ণপক্ষ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে একই নামের ছবি পরিচালনা করছেন মেহের আফরোর শাওন। ছবিতে মুহিব চরিত্রের রিয়াজকে দেখা যাবে অরু চরিত্রের মাহিয়া মাহির বিপরীতে।
১৩ নভেম্বর লেখকের জন্মদিন উপলক্ষে ছবিটি মুক্তি দেয়ার লক্ষেই ২ অক্টোবর থেকে চলছিলো শুটিং। কিন্তু গেল ১৯ অক্টোবর রিয়াজের আকস্মিক হার্ট অ্যাটাকে এর শুটিং আটকে যায় এবং মুক্তি বিলম্বিত হয়। সুস্থ হয়ে রিয়াজ পুনরায় ছবির শুটিংয়ে যোগ দেন ৯ নভেম্বর।
অবশেষে ছবিটির দৃশ্যধারণের কাজ শেষ হতে যাচ্ছে আজ সোমবার, ১৪ ডিসেম্বর। পাশাপাশি সুখের খবর হলো, রিয়াজ-মাহি জুটির প্রথম চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ আগামী ২৯ জানুয়ারিতেই মুক্তি দেয়ার পরিকল্পনা নিয়েছেন পরিচালক। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই ছবির প্রধান সহকারী পরিচালক জুয়েল রানা।
তিনি বলেন, ‘রিয়াজ ভাইয়ের অসুস্থতায় কৃষ্ণপক্ষ’র শুটিং থেমে থাকলেও এর সম্পাদনা, ডাবিং এবং আবহসংগীতের কাজ শেষ হয়েছে। রিয়াজ ভাইও সুস্থ হয়ে উনার অংশের কাজগুলো শেষ করেছেন। বাকি ছিলো কেবল একটি গানের দৃশ্যধারন। সেটির শুটিং আজ (সোমবার) সকাল থেকে শুরু হয়েছে। আশা করছি রাত ১০টা নাগাদ ক্লোজ হবে কৃষ্ণপক্ষের ক্যামেরা।’
রানা জানান, হুমায়ূন আহমেদের সমাধিস্থান নূহাশ পল্লীতে একটা গানের শুট হবে আজ। ‘এই চলো না বৃষ্টিতে ভিজি/চলো না কন্যা যাই ছাদে’ শিরোনামের রোমান্টিক এই গানে ঠোঁট মিলাবেন রিয়াজ ও মাহি।
গানটি জীবদ্দশায় লিখেছিলেন হুমায়ূন আহমেদ। আর এতে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।
ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় কৃষ্ণপক্ষ ছবিতে রিয়াজ-মাহি ছাড়া আরো অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসি বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।
এলএ