‘জোর করে’ কাবুল দখল করবে না তালেবান
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৫ আগস্ট ২০২১
আফগানিস্তানের রাজধানী কাবুলের চারদিকে দিয়ে ঢুকতে শুরু করেছে তালেবান যোদ্ধারা। এক শীর্ষ আফগান কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, জোর করে রাজধানী কাবুল দখলের কোনো পরিকল্পনা তাদের নেই।
তালেবানের এক নেতার বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যারা আফগানিস্তান ছেড়ে যেতে চাচ্ছেন তাদের নিরাপদে যেতে দিতে যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।
এছাড়া রাজধানীতে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও তালেবান তাদের যোদ্ধাদের নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। তালেবানের ওই নেতা জানিয়েছেন, নারীদের সুরক্ষিত এলাকায় যাওয়ার অনুরোধ করা হয়েছে।
‘কাবুলের পরিস্থিতি এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণে’ বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির টুইটের পরপরই তালেবান যোদ্ধারা কাবুলের দিকে অগ্রসর হতে শুরু করে। এর আগে দ্রুতগতিতে প্রায় পুরো আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এখন তারা কাবুলও দখলে নিতে এগোচ্ছে বিধায় উদ্বেগ-শঙ্কায় জনসাধারণ।
সংবাদমাধ্যম জানায়, রোববার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহর বিনা যুদ্ধে দখলে নেয় তালেবানরা। তারও আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফ দখল করে তালেবান সদস্যরা।
এখন শুধু কাবুলের পতন ঘটলেই আফগানিস্তানে তালেবানের জয় নিশ্চিত হবে।
টিটিএন/জিকেএস