ঢাকায় চালসহ ছিনিয়ে নেয়া ট্রাক সিলেটে উদ্ধার


প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৫

ঢাকার জয়দেবপুরে ৩০০ বস্তা চালসহ ট্রাক ছিনতাইয়ের দুই দিনের মাথায় সিলেট থেকে ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে সদর উপজেলার কুমারগাঁওয়ের টার্মিনাল এলাকার হাবীবা রেস্তরাঁর ভেতর থেকে ২৭৮ বস্তা চাল উদ্ধার করা হয়। বাকি ৩২ বস্তা চাল বিক্রি করে দেন রেস্তরাঁ মালিক।

এ ঘটনায় রেস্তরাঁর মালিক ফখরুল ইসলামকে আটক করেছে পুলিশ। ফখরুল ইসলাম সিলেট নগরীর খাসদবির বন্ধন বি/৫ নম্বর বাসার আব্দুল মালেকের ছেলে।

পুলিশ জানায়, গত ১১ ডিসেম্বর রাতে ট্রাকযোগে ৩০০ বস্তা চাল নিয়ে ঢাকা থেকে বগুড়া যাওয়া হচ্ছিলো। পথিমধ্যে ঢাকার জয়দেবপুরে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে সিলেট নিয়ে যাওয়া হয়। পরদিন রাতে ট্রাক থেকে চাল আনলোড করা হয় কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার হাবিবা রেস্তরাঁয়। এরপর ওই রেস্তরাঁর মালিক ফখরুল ইসলাম চালের বস্তা পরিবর্তন করে বিভিন্ন স্থানে ৩২ বস্তা বিক্রি করে দেন।

জালালাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জাগো নিউজকে জানান, ছিনতাই করা ৩০০ বস্তা চাল হাবিবা রেস্তরাঁর মালিক মার্কেটের একটি গুদামে স্টক করে এবং বস্তা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৩০০ বস্তা চালের মধ্যে ২৭৮ বস্তা উদ্ধার করে। এ ঘটনায় রেস্তরাঁর মালিক ফখরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

ছামির মাহমুদ/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।