ডেথ সার্টিফিকেটেও মোদির ছবি দেওয়ার দাবি মমতার
ভারতে টিকা গ্রহণের সনদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দেওয়া নিয়ে শুরু থেকেই আপত্তি রয়েছে বিরোধীদের। এ নিয়ে বহুবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার তিনি দাবি তুলেছেন, শুধু টিকা সনদেই কেন, মৃত্যু সনদেও (ডেথ সার্টিফিকেট) প্রধানমন্ত্রীর ছবি জুড়ে দেওয়া হোক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেখানে তিনি বলেন, আমি কাউকে পছন্দ না-ও করতে পারি। এরপরও তার ছবি কেন আমার টিকার সনদে বয়ে বেড়াতে হবে?
মমতার অভিযোগ, এর মাধ্যমে মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। জোর করে টিকা সনদে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হচ্ছে। এরপরই কটাক্ষের সুরে তিনি বলেন, এবার তাহলে ডেথ সার্টিফিকেটেও প্রধানমন্ত্রীর ছবি দেওয়া হোক।
ভারতে করোনা টিকা নেয়ার পর নির্ধারিত অ্যাপ থেকে এর সনদ সংগ্রহ করতে হয়। সেখানে দলমত, এলাকা নির্বিশেষে সবার সনদেই থাকছে নরেন্দ্র মোদির ছবি ও তার দেওয়া বিশেষ বার্তা। এ বিষয়ে বিরোধীদের অভিযোগ, মহামারি নিয়েও আত্মপ্রচারে নেমেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
তবে টিকা সনদে মোদির ছবি ও বার্তা থাকার যৌক্তিকতা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার বলেছেন, টিকা সনদে প্রধানমন্ত্রীর বার্তা ও ছবি জনস্বার্থে প্রচারিত। টিকা নেওয়ার পরেও উপযুক্ত আচরণ অনুসরণ করা উচিত। এর গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই প্রধানমন্ত্রীর ছবি ও বার্তা থাকে সনদে। এটি করোনাবিরোধী প্রচারকে আরও শক্তিশালী করছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
কেএএ/এমএস