আজকের সাধারণ জ্ঞান : ১৩ ডিসেম্বর ২০১৫


প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে কতটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে?
উত্তর : ১৪৫ টি।

২. প্রশ্ন : বাংলাদেশের একমাত্র জৈব সার কারখানার যাত্রা শুরু হয় কবে?
উত্তর : ১৭ এপ্রিল ২০১৫।

৩. প্রশ্ন : বাংলাদেশে ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৫ কবে থেকে কার্যকর হয়?
উত্তর : ৫ এপ্রিল ২০১৫।

৪. প্রশ্ন : বাংলাদেশে নতুন উপজেলা গঠনে ন্যূনতম কতটি ইউনিয়ন থাকতে হবে?
উত্তর : পৌরসভা থাকলে ৭টি আর না থাকলে ৮টি।

৫. প্রশ্ন : নতুন উপজেলার আয়তন কত হবে?
উত্তর : ন্যূনতম ৩০০ বর্গকিলোমিটার।

৬. প্রশ্ন : বর্তমানে বাংলাদেশ বিমানে অভ্যন্তরীণ রুট কয়টি?
উত্তর : ৭টি।

৭. প্রশ্ন : বাংলাদেশে প্রথম LEED প্লাটিনাম সনদ পাওয়া প্রথম পোশাক কারখানা কোনটি?
উত্তর : ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, ঈশ্বরদী ইপিজেড।

৮. প্রশ্ন : NSSS এর পূর্ণরূপ কী?
উত্তর : National Social Security Strategy.

৯. প্রশ্ন : যুব সংগঠন আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয় কবে?
উত্তর : ৩০ মার্চ ২০১৫।

১০. প্রশ্ন : ২০১৫ সালের ব্রিটিশ আইনসভা নির্বাচনে কতজন বাংলাদেশি অংশগ্রহণ করে?
উত্তর : ১১ জন।

১১. প্রশ্ন : ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার লক্ষ্যে গঠিত গ্রুপের নাম কী?
উত্তর : P5+1.

১২. প্রশ্ন : P5+1 এর পূর্ব নাম কী?
উত্তর : EU3.

১৩. প্রশ্ন : P5+1 এর নামকরণ করা হয় কবে?
উত্তর : ২০০৬ সালে।

১৪. প্রশ্ন : ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ হাইজ অব কমন্সের আসন সংখ্যা কত?
উত্তর : ৬৫০টি।

১৫. প্রশ্ন : বর্তমান বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি?
উত্তর : পেট্রোচায়না।

১৬. প্রশ্ন : জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে মোট শান্তিরক্ষা মিশন কতটি?
উত্তর : ৬৯টি।

১৭. প্রশ্ন : বর্তমানে কতটি শান্তিরক্ষা মিশন চালু রয়েছে?
উত্তর: ১৬টি।

১৮. প্রশ্ন : শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।

১৯. প্রশ্ন : শান্তিরক্ষা মিশনে পুলিশ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।

২০. প্রশ্ন : শান্তিরক্ষা মিশনে নারী পুলিশ প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : বাংলাদেশ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।