ফ্রান্সে দ্বিতীয় দফায় আঞ্চলিক নির্বাচন শুরু


প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৩ ডিসেম্বর ২০১৫

ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট (এফএন) প্রথমবারের মতো একটি অঞ্চলের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। খবর আলজাজিরার।

অভিবাসন বিরোধী এফএন গত রোববার অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ১৩টি অঞ্চলের মধ্যে ৬টিতে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পায়। প্যারিসে ১৩ নভেম্বর জঙ্গি হামলার ঘটনার পর নিরাপত্তা ঝুঁকিকে পুঁজি করে নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছে। প্যারিসের ওই ভয়াবহ জঙ্গি হামলায় ১৩০ জন প্রাণ হারায়। ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করেছে।

তবে ফ্রান্সের এই নির্বাচন দেশটির সব অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে না। এছাড়া দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির সঙ্গে এফএন পার্টির ভোটের ব্যবধান খুব বেশি হবে না বলে পর্যবেক্ষকরা বলছেন।

এর আগে গত মার্চে প্রথম দফার নির্বাচনে এফএন পার্টির ভরাডুবি ঘটলেও এবারের নির্বাচনে দলটি ভালো অবস্থানে রয়েছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।