পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৭ আগস্ট ২০২১
ছবি-সংগৃহীত

আফ্রিকার পশ্চিম সাহারা উপকূলে নৌকা ডুবে ৩০ নারী ও আট শিশুসহ অন্তত ৪২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি উপকূলীয় শহর দাখলা থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ডুবে যায়। একজন স্প্যানিশ অভিবাসী অধিকারকর্মী আন্তর্জাতিক গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

দাতব্য সংগঠন কামিনান্দো ফ্রন্ট্রিয়ারাসের প্রতিষ্ঠাতা হেলেনা ম্যালেনো গার্জন জানান, মৃতদের মধ্যে ৩০ জন নারী, আট শিশু ও চারজন পুরুষ থাকার আশঙ্কা রয়েছে। নৌকার মাত্র ১০ জন আরোহী বেঁচে রয়েছেন।

স্প্যানিশ কমিশন ফর রেফিউজি (সিইএআর) টুইটারে বলেছে, এ ধরনের ট্রাজেডিতে আমরা যেন অভ্যস্ত না হই।

এ বিষয়ে মন্তব্যের জন্য দাখলার মরোক্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার দাখলা উপকূলে ১২টি মরদেহ ভেসে এসেছে ও ১০ জনকে জীবিত উদ্ধার করেছে জেলেরা।

এদিকে বার্তা সংস্থা এমএপি বৃহস্পতিবার জানিয়েছে, পশ্চিম সাহারা উপকূলের আরও উত্তর দিক থেকে মরক্কান নৌবাহিনী ৩০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। তারা আরও ৫৯ জনের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

এছাড়া, স্প্যানিশ মেরিটাইম রেসকিউ সার্ভিস শুক্রবার জানিয়েছে, তারা ক্যানারি দ্বীপের কাছ থেকে ৬৩ জনকে উদ্ধার করেছে।

সূত্র: আল জাজিরা

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।