যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান দুর্ঘটনায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৬ আগস্ট ২০২১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি সাইটসিয়িং বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, ওই বিমানে আরোহী ছয়জনই ছিলেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। সিএনএন-এর খবরে এসব তথ্য জানা গেছে।

কোস্টগার্ড ও ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কেটচিকান শহরে মিস্টি জোর্ড ন্যাশনাল মনুমেন্টের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। পরে স্থানীয় সময় ২টা ৩৭ মিনিটে তারা সেটি চিহ্নিত করে উদ্ধার কাজ চালায়।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোস্টগার্ডের একটি হেলিকপ্টার থেকে দুই জন উদ্ধারকারীকে ঘটনাস্থলে নামানো হয়। পরে তারা জানান, প্লেনে থাকা পাইলটসহ ৬ আরোহীর কেউই বেঁচে নেই।

প্রাথমিকভাবে খারাপ আবহাওয়ার কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।